Sunday, July 31, 2016

অনুপম দাশশর্মা

এখন বৃষ্টি

এখন অনেক বৃষ্টি, ধুয়ে গেছে কলঙ্কের সব দাগ
নিস্তেজ গ্রামবাসীরা সার বুঝেছে
হাত জোড় করলে হরিলুঠের বাতাসা পাওয়া যায়
ঠিকঠাক সব বোঝে যাঁরা
তাঁরাই অবোধ, উৎশৃঙ্খল

এখন তো দেয়াল বেয়ে নেমে আসে সংকীর্তনের দল
ওরা বায়ুপায়ী, যেমন যেমন হাওয়ার গতি
দূর্গতি ঢেকেঢুকে ত্যামন তারাও আলোমুখী

নীরব করে দিচ্ছে শিরদাঁড়ার অন্তঃস্থল

বাকী থাকে কবিতা
সভ্যমনের শেষ উপাসনাগৃহে দ্রুত নেমে আসছে
আদিপুরুষের দলবল

হাতে তাদের বশীকরণের চেনা শৃঙ্খল

3 comments:

  1. সুন্দর একটি কবিতা দাদা।

    (সিয়ামুল হায়াত সৈকত)

    ReplyDelete