Saturday, July 30, 2016

স্বাতী বিশ্বাস

ঈর্ষা

আর কতকাল ঠকাবো নিজেকে
মুখে বলি সবার ভালো হোক
ঈর্ষা হয়না বুঝি অন্যের ভালোতে?
প্রশ্ন করি নিজেকে -
ডুব দিই মন-অতলান্তে মুক্ত খুঁজতে
অবাক হয়ে দেখি আমার ঈর্ষা সর্বত্র!
কেন এমন হয়? আমরা সবাই তাই ই?
নইলে সবার সম্মিলিত ভালোর স্পর্শে
আমিও খুঁজে পেতাম সেই পরশ পাথর!
পৃথিবী শান্তি পেত যুদ্ধ থেমে যেত
আবহমান কাল বয়ে চলত প্রেমের ফল্গুধারা
বলতে হতো না - তোমার ভালো হোক আমার চে' কম!
আসলে সভ্যতা ক্রমশ ডুবছে লোহিতস্রোতে
রক্তগঙ্গাকে আহ্বান করেছি আমরাই
ক্রমবর্ধমান লোভ আর সহনশীলতার অভাবে।
ঈর্ষার যে বীজ রোপিত হয়েছিল ক্ষুদ্র স্বার্থে
আজ তা পরিপূর্ণ মহীরুহ পরিণত হয়ে গগনচুম্বী
আকাশ তাই কুজ্ঝটিকার গ্রাসে, আলো পৌঁছায় না।
আপ্রাণ চাই ঈর্ষার চক্রব্বুহ্য থেকে বেরুতে
সাপ লুডোর মত শুধুই পিছলে যাওয়া
আলোর রোশনাই অধরা থেকে যায় তোমার আমার।
সভ্যতা বাঁধা পরে ঈর্ষা মহাজনের কাছে
আমরা বিচ্ছিন্ন হতে থাকি ক্রমশ

মহাদেশ, দেশ, পরিবার থেকে বান্ধবহীন!

No comments:

Post a Comment