Saturday, July 30, 2016

মাহমুদ নজির

কবিতা এবং কবিতা 
 
ইচ্ছে থাকলেই
কবিতা লেখা হয়না
কবিতা লিখতে হলে
ভাবতে হয়, জানতে হয় ভাষা
ছন্দ শব্দের বুনন!
পড়তে হয় ঢের...
না বলা যে কথাগুলি
কেউ বলেনি কোনোদিন
যে ব্যকুল উচ্চারণ
ধ্বনিত হয়নি কোনো কবির কবিতায়
ভাবে মগ্ন হয়ে সে কথায়
ছড়াতে হয় শব্দে -ছন্দে গেঁথে 
খুঁজতে হয় আলোকিত পথ
দেখাতে হয় স্বপ্ন আর মুক্তির দিশা
ধর্মান্ধ, উজবুক, পাথর হৃদয়
গলাতে হয় বরফের মতো 
তৃষ্ণার্ত ; দগ্ধ  বুকে সুকোমল
ফোটাতে হয় ফুল
সাময়িক লোভ, লিপ্সা
দুহাতে সরিয়ে দিয়ে দিনরাত
খেটেখুটে কবিকে লিখতে হয়
সেই অমর কবিতা
যা উচ্চারণ মাত্রই পৃথিবীর সব
মরনাস্ত্র যাবে থেমে

No comments:

Post a Comment