Sunday, July 31, 2016

মধুছন্দা মিত্র ঘোষ

প্রকৃত প্রস্তাব
          
রাতের দেহ থেকে ফুটে উঠলো
কবিতাকথা, কিছু বা রূপকথা 
চুঁইয়ে এলো কাকজ্যোৎস্না
অদ্ভুত রম্যতায় চাঁদ শুষে নিল
রাতের বাচালতা
অন্যমনস্ক কিছু চাঁদের বাহার 
আমার বিষাদ, আমার কান্না 
বিলিয়ে দিল মন্দভালো আখ্যান
এই উপস্হিতি,এই আয়োজন,
আঁধার ছুঁয়ে ছিলো শ্রাবণ 
আশ্চর্য আতিশয্যে কীভাবে কখন 
সাজিয়ে রাখলো প্রকৃত প্রস্তাব
অনুচ্চার পড়ে থাকে কিছু পুনশ্চ 
কিছু ঝরে যাওয়া কবিতার পৃষ্ঠা

No comments:

Post a Comment