Sunday, July 31, 2016

মিজান ভূইয়া

আমরা দু'জনে

ভালোবেসে
হয়ে গেলে নির্জন ঢেউ
তবু ব্যলকনির পৃথিবীতে
পাখি আসে,
মন কাঁদে পুরণো কবরের মতো
মাথার ভিতরে শব্দ হয়,
সেইসব চুলের গন্ধ
সেইসব বিকেল উড়ে যায় দিগন্তের
দিকে
আমি,
নিজের নিয়তিকে নিয়ে একা একা
জ্বলি
সূর্য ডুবে গেছে জীবনের
রাত্রিও ডুবে গেছে
আর তো হলো না দেখাদেখা তো
হলো না আর!
তবুও পৃথিবীর গাছেরা জানে
পাতায় পাতায় আছি

আমরা দু'জনে

3 comments:

  1. পৃথিবীর গাছেরা জানে
    পাতায় পাতায় আছি

    ReplyDelete
  2. সহজ, সুন্দর কবিতা!

    (সিয়ামুল হায়াত সৈকত)

    ReplyDelete
  3. সহজ, সুন্দর কবিতা!

    (সিয়ামুল হায়াত সৈকত)

    ReplyDelete