Saturday, July 30, 2016

রাজর্ষি দে

নিশাচর

গভীর রাত্রি দুজন সখা-
নিয়ন আলো, বিষন্নতা।

সব রাত আদরের নয়...
সব রাত নিদ্রার নয়...
সব রাত শান্তির নয়...
যখন অন্ধকার তার সবটুকু কালো নিয়ে
নেমে আসে কলকাতার রাজপথে;
যখন ক্লান্ত মানুষ দু হাত দিয়ে প্রহর হাতড়ায়
এক ফোঁটা বিস্মরণের খোঁজে।

থমকে থাকা ঘড়ির কাঁটা
সময় তখন অসুস্থতা!

সে সব রাতে সময় অনন্ত হয়
পাপেও অরুচি আসে...
রাজপথ জোড়া হোর্ডিং
শিকার খুঁজতে বেরোয়!
রক্তের লোনা স্বাদ মেখে থাকে
গৃহস্থের বালিশে চাদরে।

আদিম চাঁদ- রক্তমাখা
শহর জোড়া কবর পাতা!


No comments:

Post a Comment