Sunday, July 31, 2016

আল্পনা মিত্র

অসতর্ক এক রবিবার

একটা রবিবার
তখন মন আমার গোধূলি
আকাশ মাঝে মাঝে ঝরাচ্ছে সিকি-আধুলি
ঠিক দূরে একটা আহত কাক.....

এয়ারগানের গুলিতে ঝাঁঝরা শরীর নিয়ে
কতগুল আয়ত গভীর দৃষ্টির আড়ালে
ধুতরার কাটা ভরা ঝোপে বসে নিরাপদে

এমন দারুণ  কথা কার কাছে বা বলি
আঙুলে উঠে আসছে এক প্রোজ্জ্বল কবিতা
যদি লিখি....!!
তবে অন্ধকার,আলোর কাছে থাকবে ঋণী

চারিদিকে ঝকঝকে নক্ষত্রের মত কতো ক্লাব
দুর্ভিক্ষ,মারী,বন্যায় আহত নয় কোনো পার্ক

কিন্তু বৃষ্টি নেই;
আষাঢ়ের চোখে বালি,তাই শুধুই চোখে তার জ্বালা
খরা শ্রাবণ আবার মনমরা,মাটি হয়ে গেল রবিবারটা
পরিবেশে কিন্তু দূষণ নেই!!

একটু অসতর্ক মুহূর্তে দেখে, রবিবারটা
সেইইই.....আহত কাকটা......!!
পড়ে আছে পুকুর-বসানো আংটির মত পার্কে
দেওয়ালের পোস্টারগুলি! রবিবারকে শাসাচ্ছে

জানিপ্রতি বিপ্লবীর পথের শেষে বৃষ্টি পড়ে
হঠাৎ! শ্রাবণ কার দিকে সুনিপুণ ভাবে তাক করে!
হয়তো! পাঁচিলের ওপাশে কেউ গড়াচ্ছে

হঠাৎ শুনি পাখিটার চিৎকার
তাকিয়ে দেখলাম......!!!!
সদ্য  গুলি বিদ্ধ এক শান্ত রবিবার
নদীর ভেতর  থেকে
বুদ্ধদের ভাষায় প্রতিবাদ লিখে পাঠাচ্ছে বারবার।


1 comment:

  1. রবিবারটা
    সেইইই.....আহত কাকটা..

    ReplyDelete