Sunday, July 31, 2016

বচন নকরেক

ভ্রষ্ট স্বপ্নের সুড়ঙে

জ্বীনে ধরা কুমারীকে
ঘিরে জটলা
প্রলাপ বন্ধে
কবিরাজি তন্ত্র-মন্ত্র,
কার্পাস তুলোয় মাখানো
পাঠা ছাগলের রক্ত
মোরগের পালক,
লাউয়ের খোলস হতে মদ
ঢেলে খাচ্ছে পুরোহিত
তার সাঙ্গপাঙ্গরা-
ভ্রষ্ট স্বপ্নের সুড়ঙে
ঢোকে, ভুলে রেখে
আসি পানপাত্র
আমি না রাজা
না কোন সম্মানী ব্যক্তি
সমাজের
তবুও হঠাৎ
ছোরা হাতে
ছুটে আসে
জ্বীনে ধরা
কুমারীটি
উপোস থাকা শরীরে
কোন রকম ছুটে
গিয়ে বুড়ো বটগাছের
আড়ালে দাঁড়াই!
ততক্ষণে ভোর
হয়ে গেছে,
পাখিরা ডাকছে;
ঘুমের ভেতর
ঘেমে ওঠা আমাকে
কে যেন
জাগিয়ে দিলো!


No comments:

Post a Comment