Saturday, July 30, 2016

বনানী ভট্টাচার্য

চাঁদ থমকে যায়

গত রাতে থমকে যাওয়া আধখানা চাঁদ
নিয়নের আলোতে দেখেছিল
মায়াবী শহরের চুঁয়ে পড়া স্বেদবিন্দু
লাল পানীয় ভরা গেলাসের গায়ে তখন বৃষ্টির আয়োজন
নিভু নিভু আঁচে জ্বলছিল কিছু বেদুইন মন
ঝাপসা দৃষ্টিতে জানালায়
অশীতিপরের অপেক্ষার প্রহর
জেব্রাক্রসিংয়ে সবুজ সঙ্কেত

তখনও জ্বলছিল কিছু ক্ষয়ে যাওয়া মোমবাতি
ছেলেটির মৃত্যুর প্রতিবাদে
অনেক অচেনার মাঝেও বড়ো চেনা এ শহর
তবু কোনও রাতে চাঁদ থমকে যায়
প্রতিবাদী শহর আরও সাহসী হতে চায়
কতটা সম্ভব মোমবাতির শিখায় !!!!


No comments:

Post a Comment