Saturday, July 30, 2016

শান্তিময় কর

মা ফলেসু কদাচন

একজন সে আপন মনে
কাটছিল কাঠ গভীর বনে
মাথার উপর স্নিগ্ধ শীতল ছায়া --
সারা দুপুর কাঠ কেটে যায়
মিষ্টি মধুর গান সে যে গায়
ভাবে ঠাকুর করবে কবে দয়া ।


কষ্ট কত করছে যে সে
ঠাকুর কেন দেখছে না যে
তার ঠিকানা পায় না খুঁজে হায়,
সারা জনম কষ্ট করেই
যাচ্ছে কেটে এমনি ভাবেই
জীবন বুঝি এমনি করেই যায় ।


মুখ তুলে কি চাইবে না সে
উপর তলায় আছে বসে,
নীচে কত কষ্ট করে লোকটা -
পেলে তারে হাতের কাছে
জানবে কী তার জবাব আছে
প্রশ্ন যে তার আছে শুধু একটা ।


ধরা ছোঁয়ার বাইরে থেকে
সওয়াল জবাব সরিয়ে রেখে
মুচকি হাসি হাসেন ভগবান,
কাজ করে যাও, প্রশ্ন কেন,
মা ফলেসু কদাচন

সুখ, দুঃখ সবই তারই দান ।

1 comment: