Saturday, July 30, 2016

সুদীপ দাস

অন্ধত্ব অথবা উজ্জলতা

আমায় অন্ধ করে দাও
যেন এই হত্যা,এই হিংসা
আমাকে দেখতে না হয়।
আমাকে অন্ধ করে দাও
যেন আমাকে দেখতে না হয়
বিবস্ত্র নারীর সকরুণ আঁখি।
আমাকে বধির করে দাও
যেন আমাকে শুনতে না হয়
ওরা হিন্দু,ওরা মুসলিম;ওরা বিধর্মী।
নষ্ট করে দাও
আমার ঘ্রাণশক্তি
যেন মানুষের রক্তের বিভৎস ঘ্রাণ
আমাকে না পেতে হয়।
আমাকে অন্ধ করে দাও-নতুবা দাও আরো উজ্জলতা
যেন দিগন্তে উড়ন্ত বলাকা দলের
একসাথে চলার চমৎকার মিথষ্ক্রিয়া
আমি দেখতে পাই আমার দু'নয়ন ভরে।



No comments:

Post a Comment