Saturday, July 30, 2016

মমতা দাস (ভট্টাচার্য)

ভ্রান্ত ভুবন 
      
এখন দ্যাখে না কেউ
কোন ঝিলে শাপলার ফোটে
এখন বোঝে না কোন মন
কখন শান্ত হওয়া বয়
এখন কোলাহল শুধু
ঘর ভরে প্লাস্টিক ফুল
অথবা নীল ছবি আঁকা
উদভ্রান্ত মস্তিষ্ক-অন্তরে
ত্রস্ত জীবন ভেসে যায় !

জারুলের ফুলগুলো বনে সারাদিন ঝরে টুপটাপ
নদীও স্রোতস্বীনি নয় আজকাল বয় নিরুত্তাপ ।

গ্রাম ফেরে শহরকে খুঁজে
শহর ঘিরেছে গ্রামগুলো
মেঠোপথ হারিয়েছে পথ ,
পায়ে পায়ে ওড়েনাতো ধূলো
নৈঃশব্দ ভয় ডেকে আনে
কখন কি যে ঘটে যায়
মানুষ মুক্ত নয় আজ
আবদ্ধ লোভের খাঁচায় !

বাসনার সীমাহীন জাল,বন্দী বিধাতা মনগুলো
এখানে লোভের রাজ্যপাট
প্রাণহীন 'মমির' জীবন

ভালোবাসা সমূলে লোপাট !

No comments:

Post a Comment