Saturday, July 30, 2016

মোঃ ওবায়দুল হক

র্ষার অলংকার

অদূরে ধৈঞ্চাক্ষেতে গাঢ় হলুদের হাটে 
মৌমাছি, ভ্রমর, প্রজাপ্রতির মেলা!
 
রোদ্দুর নীরব সোনালী কিরণে ধন্যবর্ষা!
 
মুগ্ধ প্রকৃতির আধো ছায়ায় বিকেল।
 
হাত বুলাতে ইচ্ছেকরে এমন লোভাতুর যৌবনে
 
বর্ষার প্রকৃতির সোনাবরণ বিগ্রহে!
 
অধরা সে মুগ্ধতায় সীমাবদ্ধ।
মুঠোফোনের ফ্রেমে
বন্দী করে নিলাম তোকে
সোজা ওর কাছে পাঠিয়ে দেব বলে,
ভালবাসার
যুগল অক্ষির মুহুর্তের মুগ্ধতায় 
আমার ভালোলাগায় স্নান করে যদি।
 
এখানে রাখা আছে বর্ষার অলংকার
 
নাম জানা না জানা সমস্ত ফুল,
যদি ভালোলাগে গুঁজে দিও যেকোন একটা প্রসূন
কবি তোমার কবিতার রেশমী কুন্তলে।


No comments:

Post a Comment