Saturday, July 30, 2016

রফসান জানি

অবক্ষয়

উল্লেখযোগ্য চরিত্রের অপমৃত্যু;
পর্দাটা ঝুপ করে নামে,
ভূখণ্ড জুড়ে দল বেঁধে পায়রার দুরন্ত উড়ন বিন্যাস,
মাথার ওপর তাকালে আর ঝাঁক নেই কোথাও
স্থির ডানার বাঁক উধাও
রোদ মাধ্যাকর্ষণে খাড়া।
দু'হাজার পেরিয়ে ষোলো....

মৌন মিছিল, হাতের মুঠোয়
দাবী-দাওয়া,
'হাসি ফিরিয়ে দাও'
একঘেয়ে গাম্ভীর্যের প্রতিবাদ
ছেঁড়া স্যান্ডেলে ফোস্কা পা
মলিন পোষাকী ফুটপাত আশ্রয় করে।

শিকে চড়ে মানবিকতা,
ভারী হাওয়ায় ভাসমান গান পাউডার,
শুঁকতে চেয়েছিল শুদ্ধতাময় বেলী।
AK সিরিজ গর্জন,
ছ্যাঁত করা বুক, আমার নয়তো ?

দ্রোহপর্বত ভেদ করে মৌন মিছিল...

No comments:

Post a Comment