Saturday, July 30, 2016

আয়েত হোসেন উজ্জ্বল

পাখি আসবে

আমি শুধু দাঁড়িয়েই থাকি
অপেক্ষার অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে
বয়ে যায় সময়ের কাঁটা,
তবু আমি দাঁড়িয়েই থাকি।
শাহ্‌বাগ কিংবা চাঁনখার পুল মোড়ে,
টি,এস,সি অথবা বাংলা একাডেমির গেটে,
দোয়েল কিংবা শাপলা চত্বরে
দাঁড়িয়েই থাকি, দাঁড়িয়েই থাকি।
জানি-
পাখি আসবে, পাখি আসবে, পাখি আসবে।

পাখির প্রতিক্ষায় দাঁড়িয়েই থাকি
নবাবপুর, বাংলাবাজার, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু
রসুলপুর বেড়িবাঁধ কিংবা ফরাসগঞ্জের লাল কুঠিতে।
পাখি আসবে-পাখি আসবে বহু দূর দেশ থেকে
পাখি আসবেই জানি।
তাই অন্তহীন প্রতীক্ষায় দাঁড়িয়েই থাকি
জিঞ্জিরা ফেরী ঘাটে, চকবাজার কিংবা
সোয়ারী ঘাটের শত কোলাহলে,
অমৃতপুর সানরাইজ কিন্ডারগার্ডেন এর সামনে,
যোগেশ দাদার কণিকা জুয়েলার্সে এবং
এমনকি কালিগঞ্জ ব্রাক ব্যাংকের সিঁড়িতে।
পাখি আসবে বলে আমার পথ চাওয়া
বসবার ঘরে, রান্নাঘরে অথবা বেলকনিতে
অথবা বাড়ির খোলা ছাদে।

পাখি আসবে বলে-
দাঁড়িয়েই থাকি এখানে-সেখানে সবখানে।
অবশেষে পাখি আসে
অনেক দূরের পথ পেরিয়ে
পাখি আসে! পাখি আসে! পাখি আসে!
পাখি না কবিতা-

কবিতা নাকি দুঃখ?

1 comment:

  1. জানি-
    পাখি আসবে, পাখি আসবে, পাখি আসবে।

    ReplyDelete