Saturday, July 30, 2016

শিবশঙ্কর গুপ্ত

ফিরিয়ে দিও না

মাঝেমাঝে মিলে যায় 
অনুকূল বাতাস হঠাত্
 
মেঘ কেটে গেলে
 
গতকালের ধূসরতা কাটিয়ে
 
আকাশ ফিরে পায়
 
তার পূরনো নীলিমা আবার,
 
মনে হয় --
পৃথিবীর সব পথ চিনি আমি
 
বহুকাল ধরে;
দূর্ভেদ্য রাতের একাকীত্বেও
 
মনে হয় ----
ধরণীর সবাইকে নিয়েই
 
এখনও জেগে আছি
 
বেঁচে আছি এ প্রতিকূল সময়েও
 
পৃথিবীর সমস্ত প্রাণীদের নিয়ে ।
ঘাসগুল্মময় পথের ভিতর 
ফিরে পেয়ে যাব ফেলে আসা
 
পদচিহ্ন আবার
  
আবার হেঁটে যাব পরিচিত পথ বেয়ে
 
পথপ্রান্তে তোমার বাড়ানো
 
হাতের ছোঁয়ার আশায় ।
ফিরিয়ে দিও না আর
 
ফিরিয়ো না আমাকে আবার ।


No comments:

Post a Comment